সাধের বৈশাখ
লিখেছেন লিখেছেন ঝুলন্ত মাকড়সা ২৭ এপ্রিল, ২০১৪, ১১:০৮:৩২ সকাল
উফ.....(!)
কত্তো যে মজা.....(!!)
খালি আরাম আর আরাম.....(!!!)
ঐদিন তো ভালোমতোই বুক ভরা চেতনা লইয়া, পেট - পিঠ বাইর কইরা আর হাতে প্রতিমার মূর্তি লইয়া "আসো আসো বৈশাখ" করলা আর বৈশাখী মেলায় গেলা....
এইবার লেও ঠ্যালা....
বুঝ বৈশাখের মজা...।
ওগো সুন্দারী ললনা,
এহন কেনো বুক পিঠ বাইর কইরা
বৈশাখের মেলায় যাওনা.....??
এহন কৈ গেলো তোমাদের বাঙ্গালিআনার চেতনা....??
"যখন গরম বৃদ্ধি পায় তখন
তোমরা তা কমে এলে (যুহরের) স্বলাত
(নামাজ) আদায় করো। কেননা, গরমের
প্রচন্ডতা জাহান্নামের উত্তাপের অংশ।
(তারপর তিনি বলেন), জাহান্নাম তার
প্রতিপালকের কাছে এ বলে নালিশ
করেছিল, হে আমার প্রতিপালক! (দহনের
প্রচণ্ডতায়) আমার এক অংশ আরেক
অংশকে গ্রাস করে ফেলেছে।
ফলে আল্লাহ্তা’আলা তাকে দু’টি শ্বাস
ফেলার
অনুমতি দিলেন,একটি শীতকালে আর
একটি গ্রীষ্মকালে। আর সে দু’টি হল,
তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ঠ উত্তাপ
এবং শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব
কর তাই।"
[সহীহ বুখারি (ই.ফা.)/ হাদিস নাম্বার:
510]
"আর যখন মানুষ তাদের সম্পদের যাকাত
দিবে না, তখন আকাশের বৃষ্টি দেওয়া বন্ধ
করে দেওয়া হবে, যদি চতুষ্পদ
প্রাণী না থাকতো,
তাহলে কখনো বৃষ্টি দেওয়া হতো না। "
(ইবনে মাজাহ, ৪০১৯)
বৃষ্টির জন্য প্রার্থনার দু'আ...
"আল্লা-হুম্মা আগিসনা
আল্লা-হুম্মা আগিসনা
আল্লা-হুম্মা আগিসনা"
অর্থঃ
"হে আল্লাহ্ ! আমাদেরকে বৃষ্টি দাও
হে আল্লাহ্ ! আমাদেরকে বৃষ্টি দাও
হে আল্লাহ্ ! আমাদেরকে বৃষ্টি দাও"
{বুখারী-১/২২৪,মুসলিম-২/৬১৩}
বিষয়: বিবিধ
৭৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেশী গরমে থাকে না
হে আল্লাহ্ ! আমাদেরকে বৃষ্টি দাও
হে আল্লাহ্ ! আমাদেরকে বৃষ্টি দাও"
মন্তব্য করতে লগইন করুন